আমাদের সম্পর্কে
লেকচার বিডি সম্পর্কে
লেকচার বিডি হচ্ছে একটি তথ্যপ্রযুক্তি বিষয়ক আই টি কোম্পানি যা সব সময় সঠিক তথ্য ও জ্ঞান সরবরাহ করে থাকে। এখানে আপনি তথ্যপ্রযুক্তি ও দেশ-বিদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন। তাছাড়া লেকচার বিডিতে ব্লগ পোস্ট আর্টিকেল বা কনটেন্ট লিখে আয় করার ও সুবর্ণ সুযোগ রয়েছে।
সাধারণত গুগল সার্চ ভিত্তিক আর্টিকেল বা ব্লক পোস্ট লেখার ওয়েবসাইট হচ্ছে লেকচার বিডি। আমরা সচরাচর গুগলে অনেক ধরনের টপিক সার্চ করে থাকি ,অনেক সময় সে বিষয়ে সম্পর্কে আমরা সঠিক ধারণা পারিনা। আবার এমনও হয় যে অনেক সময় আমরা ভুল বা অহেতুক ওয়েবসাইট বা লিংকে প্রবেশ করে ফেলি। তারপর আমাদের বিভিন্ন হয়রানি বা বিরম্বনার শিকার হতে হয়।
আমাদের ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় গুগলে বিভিন্ন টপিক বা বিষয়ে সার্চ দিয়ে আমাদের ওয়েবসাইটের পরিপাটি আর্টিকেল বা ব্লক পোস্ট থেকে তথ্য সংগ্রহ করে বিরম্বনা হতে মুক্তি পেতে পারে।
💢💢লেকচার বিডি থেকে আপনি যা যা পাবেন 👇👇
তথ্য ও প্রযুক্তি বিষয়ক পোস্ট,
শিক্ষা বিষয়ক পোস্ট ,
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক পোস্ট ,
অনলাইন আর্নিং বিষয়ক পোস্ট এবং টিপস ,
বিভিন্ন ধর্মীয় কালচারের টিপস বা পোস্ট ,
সুন্দর সুন্দর নামের তালিকা ,
বাংলাদেশের বিভিন্ন চাকরি বিষয়ক তথ্য তাছাড়াও পাচ্ছেন ,
ইংরেজি ব্লগ বা কনটেন্ট ইত্যাদি।
লেকচার বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানা-অজানা অনেক বিষয়ের সঠিক তথ্য পাবেন। এই ওয়েবসাইটির সাহায্যে আমরা শিক্ষার্থীর চাকরির খবর, স্বাস্থ্য টিপ্স, অনলাইন উপার্জন এবং তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত অনেক তথ্য প্রদান করি, যা আপনার মস্তিষ্ককে বিকশিত করতে ভূমিকা রাখবে।
"আপনাদের একটি শেয়ার আমাদের এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যাশা।"
এই স্লোগান নিয়ে আমাদের ওয়েবসাইটের পথ চলা। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট লেটেস্ট আপডেট নিজে জানুন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে জানানোর ব্যবস্থা করুন।
এই ওয়েবসাইটে মূলত সমকালীন বিষয়ক বিভিন্ন তথ্য ও প্রযুক্তি বিষয়ক টিপস ও ব্লক নিয়ে তৈরি করা হয়েছে । শুধুমাত্র নিজে জানার মধ্যে কোন সার্থকতা নেই, বরং নিজে নতুন কিছু জানলেও তা শেয়ার করার মাধ্যমে অন্য কারো মাঝে জানিয়ে দেওয়ার মধ্যেই পূর্ণ তৃপ্তি রয়েছে ।