কোটা-২৪

কোটা আন্দোলন ২০২৪ সম্পর্কে অবশ্যই শুনে থাকবেন। এই কোটা আন্দোলন শুরু হয়েছিল ২০২৪ সালে জুলাই মাসের শেষের দিকে। আর ২০২৪ সালের আগস্ট মাসে এই কোটা আন্দোলন সফল হয়েছিল অর্থাৎ স্বাধীনতা অর্জন করেছিল ছাত্রদের মাধ্যমে।

যে আন্দোলনে মূল ভূমিকা রেখেছিল বাংলাদেশের তরুণ ছাত্রছাত্রীরা। তাই এ কোটা আন্দোলনকে লক্ষ্য করে আমি একটি কবিতা লিখেছি যা এখানে পাবলিশ করা হয়েছে।

কোটা-২৪

                         ইমরান আলী

কন্যা খায় পিতার নামে
কন্যা খায় পিতার নামে
কন্যার নামে নাতি,
নাতির নামে পুঁতি খাবে
উপস থাকবে জাতি।

বাবার পেশা ছেলে পাবে
ছেলের পরে নাতি,
চাষার ছেলে চাষায় রবে
কোটায় ভড়া জাতি।

প্রয়োজন নেই শিক্ষা-দীক্ষার
মূর্খ থাকুক জাতি,
ভবিষ্যতে দেশ চালাবে
মুক্তিযোদ্ধাদের নাতি ।

তুমিও হবে শিক্ষিত-বেকার
যখন বলবে কোটা কার,
তুমি কে আমি কে-
রাজাকার রাজাকার।
যদি চাও অধিকার,
হয়ে যাবে রাজাকার।

বন্ধ থাকুক পাঠশালা সব
প্রয়োজন নেই শিক্ষার,
চাকরি পাবে কোটার নাতি
জাতিকে জানায় ধিক্কার।

চাইবো আমি শেষ বৈঠকে
করিয়া সাক্ষর চুক্তি,
কোটা প্রথা বাদ হয়ে যাক
মেধাবীরা পাক মুক্তি।

কবিতাটি লিখেছি কোটা আন্দোলনের সময় সাপেক্ষে তখনকার সিচুয়েশন অনুযায়ী। তাই কবিতার মাঝে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কোটা আন্দোলনের এই কবিতায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্য কারো সাথে। আর এই ধরনের চমৎকার কবিতা কেটে আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লেকচার বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url