পৃথিবীতে কত প্রজাতির মাছ আছে?
আপনাকে স্বাগতম এই পেজে এসে গুরুত্বপূর্ণ টপিকের উপর রিসার্চ করার জন্য। আপনি হয়তো জানেন পৃথিবীতে অনেক ধরনের মাছ দেখা যায় বা পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বেশি কোন মাছ পাওয়া যায় বা সবচেয়ে দামি মাছ কোনটি, তা হয়তো আমরা কেউই জানিনা। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
এ অধ্যায়ে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়া যায় কোন মাছ। এবং আরো জানবো সবচেয়ে দ্রুততম মাস সম্পর্কে এবং কত প্রজাতির মাছ আছে সেই বিষয়ে বিস্তারিত জানবো। দেরি না করে চলুন শুরু করা যাক।
ভূমিকাঃ
পৃথিবীতে মাছ সম্পর্কে সবাই অবগত এবং এই মাছ যে কত পুষ্টিকর বা কত প্রয়োজনীয় তা কমবেশি সবাই জানে। কিন্তু আপনি জানেন কি, যে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন মাছ? আর সবচেয়ে ছোট মাছের নাম কি? বা পৃথিবীতে সবচেয়ে দ্রুততম মাছের নাম কি? নতুন প্রজাতির মাছ আবিষ্কার হয়েছে সেই সম্পর্কে । আবার রিসেন্টলি বাংলাদেশের একটি গবেষণা কেন্দ্রে নতুন এক প্রজাতির মাছ আবিষ্কৃত হয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত আছে। তবে চলুন দেরি না করে আপডেট খবর বা মাছ সম্পর্কে তথ্যগুলি বিস্তারিত জেনে নিন।
পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন মাছ?
আমরা মাছের ব্যাপারে অনেকেই জানি কিন্তু পৃথিবীতে কোন মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় এই বিষয়ে আমরা অনেকেই অজ্ঞাত । তবে চলুন এই চ্যাপ্টারে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন মাছ পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত জানব।
সর্বপ্রথম আমরা পছন্দের তালিকায় রেখেছি টুনা মাছকে। এই মাছ পৃথিবীর সমস্ত মানুষ খেয়ে থাকে। এক কথায় বলতে গেলে মানুষ যত মাছ খায় সারা বছরে তার ৮৫ শতাংশই হলো টুনা মাছ। তাছাড়াও এই টুনা মাছ বর্তমানে তেমন ভারতবর্ষে মেলেনা। আর এই টুনা মাছ সমুদ্রে অনেক পাওয়া যায়। গোটা পৃথিবীর অনেক অংশ জুড়ে যোগান দেয় এই সামুদ্রিক টুনা মাছ । বিশ্বের মধ্যে এই টুনা মাছ সবচেয়ে বেশি পছন্দের এবং মানুষের প্লেটের সাজিয়ে দেওয়ার মত একটি সুস্বাদুকর মাছ।
আবার দ্বিতীয় স্থানে মান অনুসারে স্যামন মাছ ও আলাস্কা পোলক এই দুটোকে রাখতে পারি। এই মাছ দুটিও সামুদ্রিক মাছ কিন্তু টুনা মাছের পরের স্থান দখল করে আছে এই স্যামন মাছ ও আলাস্কা পোলক।
পৃথিবীর সবচেয়ে ছোট মাছের নাম কি?
পৃথিবীতে যেমন বড় মাছ আছে তেমন ছোট মাছও আছে তাই এখন আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট মাছ কোনটি বা তার নাম কি। পৃথিবীর সবচেয়ে ছোট মাছের নাম Paedocypris progenetica । পৃথিবীতে সবচেয়ে ছোট প্রজাতির মাছ হওয়ার কারণে আমরা অনেকেই এই মাছ চিনি না। কিন্তু এমন মাছ আমাদের অনেক উপকারী হয়। শরীরের জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করে।
এই ক্ষুদ্র মাছটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের জলাভূমিতে বসবাস করে, (বিজ্ঞানীদের মতে)। এই পেডিসিপ্পি প্রজেন্টিকা মাছটি ছাড়াও একটি গবেষণায় দেখা গেছে যে সবচেয়ে ছোট মাছের তালিকায় গোবি নামক আরও এক প্রজাতির মাছ আছে। এই গোবি নামক ছোট মাছটিও সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী । তবে এই ছোট প্রজাতির মাছগুলি বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রায় বিলুপ্তর পথে।
বিশ্বের সবচেয়ে দ্রুততম মাছ কোনটি?
আমরা অনেকেই জানিনা যে বিশ্বের সবচেয়ে দ্রুততম মাছ কোনটি । এই চ্যাপ্টারে সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেব সবচেয়ে দ্রুততম মাছ কোনটি। ব্ল্যাক মার্লিন নামক মাছটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন মাছ । এই ব্ল্যাক মার্লিন মাছটি ঘন্টায় ১২৯ কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে।বিদেশে এই ব্ল্যাক মার্লিন মাছের অনেক কদর।
ব্ল্যাক মার্লিন সর্বোচ্চ গতির পরিপ্রেক্ষিতে সমুদ্রের দ্রুততম এবং অবিশ্বাস্য মাইলেজ গতিতে তুরান্বিত হয়। এই মাছ সাধারণত ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। আবার বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মাছের তালিকায় দ্বিতীয় স্থানে যেটি আছে সেই মাছের নাম হলো সেলফিস । যা ঘণ্টায় ১১০ কিলোমিটার মাইলেজে সাঁতার কাটতে পারে, যা এক অবিশ্বাস্য ঘটনা বৈকি।
পৃথিবীর সব থেকে বড় মাছ কোনটি?
পৃথিবীতে যেমন অনেক মাছ রয়েছে ঠিক তেমনি মাছের আকার আকৃতি ও রয়েছে। মাছের আকার আকৃতি সম্পর্কে যদি বলতে যাই তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় মাছ রয়েছে । আপনি হয়তো জেনে থাকবেন ডাইনোসর (ভয়ংকর প্রাণী) কে বলা হতো পৃথিবীর সবচেয়ে বড় জীব বা প্রাণী । কিন্তু মাছের ক্ষেত্রেও এইরকম সবচেয়ে বড় মাছ পৃথিবীতে রয়েছে। যেটি হয়তো বা আপনি জানেন কিন্তু অন্য কেউ জানে না।
পৃথিবীতে সবচেয়ে বড় মাছের নাম নীল তিমি মাছ। এই মাছের ভর প্রায় ১৫০ টনেরও বেশি হয়ে থাকে। এবং এটির দৈর্ঘ্যের কথা যদি বলি ৩০ মিটার বা ১০০ ফুটের মতো লম্বা হয়ে থাকে বা তারও বেশি। আর সমুদ্রের মধ্যে দীর্ঘতম এই নীল তিমি মাছের স্ত্রী নীল তিমি থাকে যার দৈর্ঘ্য ৩০ মিটারেরও বেশি এবং ওজনে ১৮০ টনের উপরে হয়ে থাকে ।
আবার আপনি এই তিমি মাছের পরে আরেকটি মাসের স্থান দিতে পারেন বৃহত্তম মাছের প্রজাতির মধ্যে। সেই মাছটি হলো হোয়েল সার্ক মাছ। এই হোয়েল সার্ক মাছটি অতি বিপন্ন প্রজাতি তা প্রায় বিলুপ্তের পথে। আমাদের মনে হয় পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য বেঁচে থাকার খুবই প্রয়োজন। আপনিও যদি আমার মতের সাথে একমত হন তাহলে এই বিলুপ্তপ্রায় প্রাণীগুলো বা যে কোনো প্রাণীর ধ্বংসের হাত থেকে রক্ষার করুন।
পৃথিবীতে কত প্রজাতির মাছ আছে?
পৃথিবীতে মাছের প্রকারভেদ করতে গেলে আমরা খুবই সমস্যার মধ্যেই পড়ে যাব কেননা । এই পৃথিবীতে অনেক প্রজাতির মাছ রয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ হাজার বা তারও বেশি মাছের প্রজাতি বর্তমান দেখা যায় এই পৃথিবীর বিভিন্ন সাগর ও মহাসাগরে এবং ক্ষুদ্র জলাসয়ে।
বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রায় ৪৭৫ প্রজাতির এবং সাধু জলের মাছ প্রায় ২৬০ প্রজাতির দেখা যায়। আরো নাম না জানা অনেক প্রজাতির মাছ রয়েছে এই পৃথিবীর জলাশয়ে। রিচার্জের সময় সব সঠিক তথ্য পাওয়া যায় না।
পৃথিবীতে নতুন প্রজাতির মাছ আবিষ্কার
পৃথিবীতে নতুন প্রজাতির মাছ আবিষ্কার হল আবারও আর সেই নতুন আবিষ্কারের মধ্যে বাংলাদেশী গবেষকরা এক গিটার ফিস নামে নতুন প্রজাতির মাছের সন্ধান করেছে। যার বৈজ্ঞানিক নাম গ্লাওকাসটিগাস ইয়ানহোলেএইয়ে ।
এই মাছ বাংলাদেশের কক্সবাজার থেকে প্রথমবারের মতো ২০১৯ সালে সামুদ্রিক মাছ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অ্যাকোয়াটক বায়োরিসোর্স রিসার্চ ল্যাবরেটরির গবেষকরা খুঁজে পেয়েছে। এটি সাধারণত ৭৩০ থেকে ৯৩৩ মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে ।এবং আরো কিছু তথ্য আছে যেমন এই গিটার ফিস প্রজাতির মাছটির মাথা চ্যাপ্টা ধরনের এবং প্রশস্ত।
মাথা থেকে লেজ পর্যন্ত এটি ক্রমশ সরু হয়ে কৌণিকভাবে এসেছে যা ৩১° থেকে ৪০° বরাবর। নাক প্রায় অর্ধেক মুখের প্রস্থের তুলনায়। এটা দেখা মিলে সাগর-মহাসাগরের বিভিন্ন অঞ্চলে ।এগুলো গভীর সমুদ্রের মাছ বলেই আমরা জানি।
লেখক এর মন্তব্যঃ
আপনাকে অসংখ্য ধন্যবাদ উপরের বিষয়গুলো ভালোভাবে পড়ে এখান থেকে জ্ঞান অর্জন করার জন্য। আপনি নিশ্চয়ই পৃথিবীতে সবচেয়ে ছোট মাছের নাম বা বড় মাছের নাম এবং সবচেয়ে বেশি পাওয়া যায় কোন মাছ এই বিষয়গুলি সম্পর্কে ভালোভাবে জেনেছেন।
এবং এখান থেকে একটি বিষয় হলেও হয়তো বা আপনার অজানা ছিল। আপনার যদি এই বিষয়গুলো ভালো লেগে থাকে তাহলে আপনার নিকটস্থ আত্মীয়-স্বজন পরিজনদের কাছে এটি শেয়ার করতে পারেন ।
লেকচার বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url