বাংলাদেশের ছয় ঋতুর নাম । বাংলা ১২ মাসের নাম

আপনি হয়তো জেলে থাকবেন যে, ইংরেজি ১২ মাসের নাম, বাংলা এবং আরবি ১২ মাসের নাম রয়েছে। এই ১২ মাসের নাম গুলি আপনি হয়তোবা জানেন কিন্তু অনেকেই জানেনা। এই ইংরেজি বাংলা আরবি বারো মাসের নাম ও বাংলাদেশের ছয় ঋতুর নাম একজন বাঙালি হিসেবে আপনার জানা একান্ত প্রয়োজন। সুতরাং বাংলা ঋতু ও বিভিন্ন মাসের নাম অর্থসহ এই অধ্যায় আলোচনা হবে।
বাংলাদেশের ছয় ঋতুর নাম । বাংলা ১২ মাসের নাম
এ অধ্যায়ে আপনি মূলত ইংরেজি ১২ মাসের নাম, বাংলা ১২ মাসের নাম এবং আরবি ১২ মাসের নাম সম্পর্কে জানবেন। এবং বাংলাদেশের ছয় ঋতুর নাম বাংলা - ইংরেজি বিভিন্নভাবে জানবেন। তাহলে চলুন নিম্নে সেগুলি বিস্তারিত জেনে নেওয়া যাক।

বাংলা ১২ মাসের নাম

প্রথমেই আপনি জানতে পারবেন বাংলা ১২ মাসের নাম সম্পর্কে। যা একজন বাঙালি হিসেবে অবশ্যই জানা প্রয়োজন। সুতরাং দেরি না করে নিচে এই ১২ মাসের নাম সম্পর্কে বিস্তারিত দেখুন।
১। বৈশাখ ৭। কার্তিক
২। জ্যৈষ্ঠ ৮। অগ্রহায়ণ
৩। আষাঢ় ৯। পৌষ
৪। শ্রাবণ ১০। মাঘ
৫।ভাদ্র ১১। ফাল্গুন
৬।আশ্বিন ১২। চৈত্র

ইংরেজি বারো মাসের নাম

আপনি উপরে বাংলা ১২ মাসের নাম দেখলেন। এখন এখানে ইংরেজি ১২ মাসের নাম সম্পর্কেও আপনার জানা উচিত। তাহলে চলুন এক নজরে ইংরেজি ১২ মাসের নামগুলি জেনে নিন।
1. January – জানুয়ারি
2. February – ফেব্রুয়ারি
3. March – মার্চ
4. April – এপ্রিল
5. May – মে
6. June – জুন
7. July – জুলাই
8. August – অগাস্ট
9. September – সেপ্টেম্বর
10. October – অক্টোবর
11. November – নভেম্বর
12. December – ডিসেম্বর

আরবি ১২ মাসের নাম

এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি আরবি ১২ মাসের নাম বাংলাদেশের ছয় ঋতুর নাম সম্পর্কে। আপনি হয়তো ভাবছেন বাংলার ইংরেজি জানলাম তাতে যথেষ্ট। কিন্তু না আমরা বাংলা এবং ইংরেজি জানার পরেও আরবি ১২ মাসের নাম জানাও একান্তই প্রয়োজন। এটা আপনার বিভিন্ন চাকরি ক্ষেত্রে হোক বা আপনার চলাফেরার ক্ষেত্রে কেউ জানতে চাইবে ইত্যাদি সময়ে প্রয়োজন। সুতরাং এক নজরে আরবি ১২ মাসের নাম জেনে নিন অর্থসহ।
১। মহরম – নিষিদ্ধ
২। সফর – রিক্ত বা শূণ্য
৩। রবিউল আউয়াল – প্রথম বসন্ত
৪। রবিউস সানি – দ্বিতীয় বসন্ত
৫। জমাদিউল আউয়াল – ১ম শুকনো ভূমিখণ্ড
৬। জমাদিউস সানি – ২য় শুকনো ভূমিখণ্ড
৭। রজব – শ্রদ্ধা বা সম্মান
৮। শাবান – বিক্ষিপ্ত
৯। রমজান – দহন বা উপবাস
১০। শাওয়াল – উত্থিত
১১। জিলক্বদ – সাময়িক যুদ্ধবিরতির মাস
১২। জিলহজ্জ _হজ্জের মাস
আশা করছি আরবি ১২ মাসের নাম অর্থসহ পড়ে আপনার খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য কারো জানার জন্য সাহায্য করবেন। এই চ্যাপ্টারের নিজের অংশই আমরা বাংলাদেশের ছয় ঋতুর নাম সম্পর্কে জানব। 

বাংলাদেশের ছয় ঋতুর নাম

বাংলা, ইংরেজি এবং আরবি ১২ মাসের নাম তো জানলেন। কিন্তু বাংলাদেশে আরো একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ছয় ঋতুর নাম। আপনি হয়তো জানেন বাংলাদেশকে ছয় ঋতুর দেশ বলা হয়। এই ছয়টি ঋতু ইংরেজি নামের পাশাপাশি তার অর্থ সহকারে জেনে নিন এক নজরে। তবে চলুন এর পাশাপাশি এই বাংলাদেশের ছয় ঋতুর নাম বা ছয়টি ঋতু সম্পর্কে জেনে নিই।
  • Summer Season _গ্রীষ্মকাল
  • Rainy Season / Monsoon _বর্ষাকাল
  • Autumn Season _শরৎকাল
  • Dewy Season / Pre-winter _হেমন্তকাল
  • Winter Season _শীতকাল
  • Spring Season _বসন্তকাল
এই অধ্যায়ে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোন বারে কি সৃষ্টি করেছেন সেই বিষয়ে আমরা পূর্ণ ধারণা নিবো । তবে আপনি পাঠক হিসেবে যেকোনো ধর্মের হতে পারেন। কিন্তু এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পড়বেন নয়তোবা পড়ার প্রয়োজন নেই। তবে আমার মনে হয় আপনি যেই জাতি হন না কেন আল্লাহ তা-আলা কোন বারে কি সৃষ্টি করেছেন এই বিষয়টি জানা একজন মানুষ হিসেবে প্রয়োজন।

ছয় দিনে পৃথিবীর সৃষ্টি

১) শনিবার - মাটি সৃষ্টি করেন
২) রবিবার - পর্বত সৃষ্টি করেন
৩) সোমবার - বৃক্ষরাজি সৃষ্টি করেন
৪) মঙ্গলবার - বিপদাপদ সৃষ্টি করেন
৫) বোধবার - নূর সৃষ্টি করেন
৬) বৃহস্পতিবার - পশুপাখি সৃষ্টি করেন
৭) শুক্রবার - আদম (আঃ) সৃষ্টি করেন
আপনি যদি সম্পূর্ণ পোস্টটি গুরুত্ব সহকারে পড়ে থাকেন, তাহলে অবশ্যই জানতে পেরেছেন বাংলাদেশের ছয় ঋতুর নাম ও বিভিন্ন মাসের নাম অর্থসহ । বাংলা ১২ মাসের নাম সম্পর্কে, ইংরেজি ১২ মাসের নাম সম্পর্কে এবং আরবি ১২ মাসের নাম সম্পর্কেও জানতে পেরেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনেছেন বাংলাদেশের ছয় ঋতুর নাম সম্পর্কে।

লেখক এর মন্তব্যঃ

উপরীয়ত্ব বাংলাদেশের ছয় ঋতুর নাম ও বিভিন্ন মাসের নাম অর্থসহ যেমন বাংলা ১২ মাসের নাম, ইংরেজি ও আরবি ১২ মাসের নাম ইত্যাদি বিষয়গুলো পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই পোস্টটি আপনার নিকটস্থ বা আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে পারেন। 

যাতে তারা আপনার মতই উপকৃত হয়। এই রকম আরো মজার মজার তথ্য বা কনটেন্ট পেতে কমেন্ট করুন। আর পাশেই থাকুন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লেকচার বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url